Monday, October 12, 2015

Aamay De Maa Pagol Kore _আমায় দে মা পাগল করে





Aamay De Maa Pagol Kore 

Aar Kaaj Naai Gyan Bichare. 

Brahmamoyee De Maa Pagol Kore. 

O' Maa Tomaar Premer Soora, Paan Kori Matoaara 
O' Maa Bhakta-Chitto-Haara Dubaao Prem-Sagore. 

Tomaar Ei Pagla Garode, Keho Haashe Keho Kande, 
Keho Nache Anonde Bhore. 
Isha Budhho Sri CHaitanya, O Maa Premer Bhore O-Chaitanya 
Haay Kobe Hobo Maa Dhonyo, O' Maa Mishe Taar Bhitore. 

আমায় দে মা পাগল করে। 
আর কাজ নাই মা জ্ঞান বিচারে ৷৷ 
ব্রহ্মময়ী দে মা পাগল ক’রে 

ও মা তোমার প্রেমের সুরা, পানে করি মাতোয়ারা, 
ও মা ভক্তচিত্তহরা ডুবাও প্রেমসাগরে ৷৷ 

তোমার এ পাগলাগারদে, কেহ হাসে কেহ কাঁদে, 
কেহ নাচে আনন্দ ভরে; 
ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ও মা প্রেমের ভরে অচৈতন্য, 
হায় কবে হব মা ধন্য, ও মা মিশে তার ভিতরে ৷৷ 


Lyrics: Trailokyanath Sanyal 
Singer: Pannalal Bhattacharya

1 comment:

  1. পান্নালালের গানে একটু অন্যরকম পাচ্ছি । সেটা দিলাম । আমার নমস্কার জানবেন ।
    আমায় দে মা পাগল করে ।
    ব্রহ্মময়ী দে মা পাগল ক’রে
    আমার কাজ নাই মা জ্ঞান বিচারে ৷৷

    তোমার প্রেমের সুরা, পানে কর মাতোয়ারা,
    ও মা ভক্তচিত্তহরা ডুবাও প্রেমসাগরে ৷৷

    তোমার এ পাগলাগারদে, কেহ হাসে কেহ কাঁদে,
    কেহ নাচে আনন্দ ভরে;
    ঈশা মুশা শ্রীচৈতন্য, প্রেম ভরে অচৈতন্য,
    হায় কবে হব মা ধন্য, মিশে তার ভিতরে ৷৷

    স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা
    প্রেমের খেলা কে বুঝতে পারে ।
    তুমি প্রেমে উন্মাদিনী, ওমা পাগলের শিরোমণি
    প্রেমধনে কর মা ধন্য, কাঙ্গাল প্রেমদাসেরে ।।

    ReplyDelete