Aamay De Maa Pagol Kore
Aar Kaaj Naai Gyan Bichare.
Brahmamoyee De Maa Pagol Kore.
O' Maa Tomaar Premer Soora, Paan Kori Matoaara
O' Maa Bhakta-Chitto-Haara Dubaao Prem-Sagore.
Tomaar Ei Pagla Garode, Keho Haashe Keho Kande,
Keho Nache Anonde Bhore.
Isha Budhho Sri CHaitanya, O Maa Premer Bhore O-Chaitanya
Haay Kobe Hobo Maa Dhonyo, O' Maa Mishe Taar Bhitore.
আমায় দে মা পাগল করে।
আর কাজ নাই মা জ্ঞান বিচারে ৷৷
ব্রহ্মময়ী দে মা পাগল ক’রে
ও মা তোমার প্রেমের সুরা, পানে করি মাতোয়ারা,
ও মা ভক্তচিত্তহরা ডুবাও প্রেমসাগরে ৷৷
তোমার এ পাগলাগারদে, কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ ভরে;
ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ও মা প্রেমের ভরে অচৈতন্য,
হায় কবে হব মা ধন্য, ও মা মিশে তার ভিতরে ৷৷
Lyrics: Trailokyanath Sanyal
Singer: Pannalal Bhattacharya
পান্নালালের গানে একটু অন্যরকম পাচ্ছি । সেটা দিলাম । আমার নমস্কার জানবেন ।
ReplyDeleteআমায় দে মা পাগল করে ।
ব্রহ্মময়ী দে মা পাগল ক’রে
আমার কাজ নাই মা জ্ঞান বিচারে ৷৷
তোমার প্রেমের সুরা, পানে কর মাতোয়ারা,
ও মা ভক্তচিত্তহরা ডুবাও প্রেমসাগরে ৷৷
তোমার এ পাগলাগারদে, কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ ভরে;
ঈশা মুশা শ্রীচৈতন্য, প্রেম ভরে অচৈতন্য,
হায় কবে হব মা ধন্য, মিশে তার ভিতরে ৷৷
স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা
প্রেমের খেলা কে বুঝতে পারে ।
তুমি প্রেমে উন্মাদিনী, ওমা পাগলের শিরোমণি
প্রেমধনে কর মা ধন্য, কাঙ্গাল প্রেমদাসেরে ।।